Monday, 13 May 2013

আগামী বছরের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে মোবাইল ফোন সংযোগ



আজব টেকনোলজি আবারো হাজির হয়েছে আজব একটি প্রযুক্তি খবর নিয়ে। ভেবে দেখুন একটিবার মানুষ থেকে যদি মোবাইল সংযোগ বেশী হয়ে যায় তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ? ভালো নাকি মন্দের দিতে আমরা যাচ্ছি ক্রমে? এ বিচারের দায়িত্য আপনার কাছে দিলাম এবার আসি আসল কোথায় আপনি কি জানেন? আগামী বছরের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে মোবাইল ফোন সংযোগ। জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭১০ কোটি।
bb618ab6b8e48e90c7a5ded231a0e165 আগামী বছরের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে মোবাইল ফোন সংযোগ



অন্যদিকে মোবাইল সংযোগের সংখ্যা ৬৮০ কোটি। বিশ্বে মোবাইল ফোনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামী বছরের শেষনাগাদ মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবে মোবাইল সংযোগের সংখ্যা। এ বিষয়ে আইটিইউ টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরোর পরিচালক ব্রাহিমা সানাউ জানান, প্রতিদিনই মানুষের মোট সংখ্যার কাছাকাছি পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন সংযোগ। মোবাইলের এ বিপ্লব উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষা, গণস্বাস্থ্য, সরকারি ও ব্যাংকিংসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে সহায়তা করছে।
মোবাইল ফোন ব্যবহাকারীর সংখ্যা বৃদ্ধিতে এগিয়ে আছে সাবেক সোভিয়েতভুক্ত বিভিন্ন দেশ। দেশগুলোতে গড়ে প্রত্যেক ব্যক্তির প্রায় দুটি সংযোগ আছে।
প্রতিবেদনে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশেরও বেশি অর্থাৎ ২৭০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এ ক্ষেত্রে এগিয়ে আছে ইউরোপ। এখানকার প্রায় ৭৫ শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধা ভোগ করে। এর পরই আমেরিকা ও এশিয়ার অবস্থান।

No comments:

Post a Comment